events

Youth For Future

যে কোনো দেশের তরুণ সমাজ নিঃসন্দেহে সেই দেশের সবচেয়ে বড় শক্তি। বিশ্বজুড়ে অনলাইন নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার রক্ষা, এমনকি বর্তমান মহামারীর মতো নানান দুঃসময়েও ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে কাজ করেছে বিভিন্ন দেশের যুবসমাজ। বিশ্বব্যাপী সামগ্রিক পরিবর্তন আনতে তরুণ সমাজের অসামান্য অবদানে রয়েছে। তাই, প্রতি বছর ১২ই আগস্ট তাদের এই অবদানকে আরোও জাগ্রত করতে International Youth Day পালিত হয়; যার মূল উদ্দেশ্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ঘটনা সহ বিভিন্ন বিষয়ে তরুণদের অংশগ্রহণ এবং মতামত প্রদানে উৎসাহিত করা হয়।

 

International Youth Day উপলক্ষ্যে সম্ভাবনাময় তারুণ্যের অফুরন্ত শক্তিকে আমাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে, গত ১২ই আগস্ট, ২০২১-এ Youth in Digital Awareness – YDA আয়োজন করে ২ দিন ব্যাপী অনলাইন ইভেন্ট ‘Youth for Future’

 

এই আয়োজনটিকে অলংকৃত করতে আমাদের মাঝে উপস্থিত ছিলেন:

 

Sohag Mia

Founder;

Sohag360

 

Russel A Kawser

Co-founder and Head of Marketing;

Storryteller – Voice for your brand

 

Rifatul Rahman Miazee

Founder;

Textile Engineers Society – TES

 

Abdullah Al Farhad

Executive Director;

Cloud Institute

 

 

ইভেন্টে অংশগ্রহণকারীরা যেসকল বিষয়ে জানতে পেরেছিলেনঃ

– সাইবার নিরাপত্তা ও অনলাইনে নানান বিষয়ে সচেতনতা নিয়ে বিস্তারিত।

– আইটি সেক্টরে আমাদের অগ্রগতি নিয়ে বিস্তর ধারণা ও ফ্রিল্যান্সিং নিয়ে গাইডলাইন।

– একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ।

– একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ক্যারিয়ার গড়ে তোলার আদ্যোপান্ত।

– সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ ও সফলতা অর্জনে করণীয়।

– সেলফ ব্রান্ডিং করার জন্য দক্ষতা ও উপায়।

– পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে প্রয়োজনীয়তা সচেতনতা সম্পর্কে জানতে পারবেন।

– যেকোনো পরিস্থিতিতে নিজেকে ও নিজের পরিবারকে মানসিকভাবে সুস্থ রাখার উপায়।

ইভেন্টে অংশগ্রহণে আপনি যেভাবে উপকৃত হবেনঃ

– সমৃদ্ধ নেটওয়ার্ক প্রসারের সুযোগ।

– সাইবার নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত জানতে পারা।

– কর্পরেট জগতের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের সাথে যোগাযোগের সুযোগ।

– সফল উদ্যোক্তাদের সাথে সাক্ষাতের সুযোগ।

– ক্যারিয়ার গাইডলাইন পাওয়ার সুযোগ।

 

বিশেষ আর্কষণ হিসেবে ছিলো কুইজ প্রতিযোগিতা! যাতে অংশগ্রহণ করে বিজয়ীরা পেয়েছিলেন ক্লাউড ইনস্টিটিউট এর পক্ষ থেকে তাদের নিজস্ব পেইড আইটি কোর্সের উপর স্কলারশিপ।

– ১ম পুরস্কার হিসেবে ছিলোঃ একটি বিশেষ উপহার ও ক্লাউড ইস্টিটিউট এর কোর্সে আকর্ষণীয় স্কলারশিপ।

– ২য় পুরস্কার হিসেবে ছিলোঃ একটি বিশেষ উপহার ও ক্লাউড ইস্টিটিউট এর কোর্সে আকর্ষণীয় স্কলারশিপ।

– ৩য় পুরস্কার হিসেবে ছিলোঃ ক্লাউড ইস্টিটিউট এর কোর্সে আকর্ষণীয় স্কলারশিপ।

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.