events

Learn Cyber Security, Ensure Better Future

হাতের মুঠোয় থাকা আরেক দুনিয়ায় এক একটি মুক্ত পাখি যেন আমরা। ১৮ থেকে ২৪ বছরের তরুণ সমাজ দিনে গড়ে দুইঘন্টা থেকে পাঁচঘন্টা অনলাইনে সময় ব্যয় করে থাকে। আর করোনা মহামারীর সময়ে তা আরোও বেড়ে গেছে। বাস্তব জগতের থেকে সরে গিয়ে অনলাইনে প্রচুর সময় ব্যয়ের কারণে বৃদ্ধি পাচ্ছে অসামাজিকতা ও উগ্রতা। আমাদের ব্যক্তিগত তথ্য যেখানে সবার কাছে উন্মুক্ত, প্রাইভেসির নামে কতটাই বা গোপনীয়তা রক্ষা করতে পারছি আমরা? সাইবার অপরাধের গোলক ধাঁধায় আটকে যাচ্ছে বহু সম্ভাবনাময় প্রাণ।

এসকল দিক বিবেচনা করে, অনলাইন জগতকে সুন্দর, সুস্থ ও ইতিবাচক করে গড়ে তুলতে দেশের যুবসমাজের একাত্বতায় কাজ করছে Youth in Digital Awareness – YDA। জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ের সকলকে ডিজিটালি সচেতন করার লক্ষ্যে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ আয়োজন করছে YDA। এরই ধারাবাহিকতায় গত ২রা মে হতে ৮ই মে, ২০২১ YDA আয়োজন করে চারদিনব্যপী ফ্রি ওয়েবিনার ‘Learn Cyber Security, Ensure Better Future’ – যা অনুষ্ঠিত হয়েছে “জুম” এবং ফেইসবুক লাইভে। 

 

সকলের অনলাইন‌ নিরাপত্তা নিশ্চিতে চারদিনে ৪টি বিষয়বস্তু নিয়ে YDA তে উপস্থিত ছিলেন দেশের অভিজ্ঞ ও সেরা সাইবার বিশেষজ্ঞদের ৪ জন।

 

এই আয়োজনটিকে অলংকৃত করতে আমাদের মাঝে উপস্থিত ছিলেন:

 

𝐓𝐚𝐧𝐳𝐢𝐫 𝐔𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦 

𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 𝐒𝐞𝐜𝐮𝐫𝐢𝐭𝐲 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥𝐢𝐬𝐭 (𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐅𝐨𝐫𝐞𝐧𝐬𝐢𝐜𝐬), 𝐁𝐆𝐃 𝐞-𝐆𝐎𝐕 𝐂𝐈𝐑𝐓, 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐂𝐨𝐦𝐩𝐮𝐭𝐞𝐫 𝐂𝐨𝐮𝐧𝐜𝐢𝐥, 𝐈𝐂𝐓 𝐃𝐢𝐯𝐢𝐬𝐢𝐨𝐧.   

 

𝐑𝐮𝐛𝐚𝐲𝐞𝐭 𝐁𝐢𝐧 𝐌𝐨𝐝𝐚𝐬𝐬𝐞𝐫 

𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐅𝐨𝐫𝐞𝐧𝐬𝐢𝐜 𝐀𝐧𝐚𝐥𝐲𝐬𝐭 

𝐁𝐆𝐃 𝐞-𝐆𝐎𝐕 𝐂𝐈𝐑𝐓, 𝐁𝐂𝐂   

 

𝐌𝐨𝐡𝐚𝐦𝐦𝐚𝐝 𝐀𝐫𝐢𝐟𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦 

𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 𝐒𝐞𝐜𝐮𝐫𝐢𝐭𝐲 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥𝐢𝐬𝐭 

𝐁𝐆𝐃 𝐞-𝐆𝐎𝐕 𝐂𝐈𝐑𝐓   

 

𝐌𝐝 𝐁𝐚𝐡𝐚𝐮𝐝𝐝𝐢𝐧 𝐏𝐚𝐥𝐚𝐬𝐡 

𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 𝐒𝐞𝐜𝐮𝐫𝐢𝐭𝐲 𝐬𝐩𝐞𝐜𝐢𝐚𝐥𝐢𝐬𝐭  

𝐁𝐆𝐃 𝐞-𝐆𝐎𝐕 𝐂𝐈𝐑𝐓

 

সেই সাথে ইভেন্ট চলাকালীন সময়ে ছিলো বিশেষ চমক:

– রেজিস্ট্রেশন করে চারদিনের সেশনে অংশগ্রহণকারী পেয়েছিলেন অনলাইন সার্টিফিকেট!

– প্রতিটি সেমিনারের পর ছিলো কুইজ! পর পর চারটি সেমিনারের কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ৫ কুইজ বিজয়ীরা পুরস্কার হিসেবে পেয়েছিলেন প্রাইজ মানি, ৫০% পর্যন্ত কোর্স ডিসকাউন্ট এবং সার্টিফিকেট!

– সর্বাধিক শেয়ার, মেনশন‌ ও আমাদের অফিশিয়াল গ্রুপে সদস্য আমন্ত্রণের মাধ্যমে সেরা ৩ জন পেয়েছিলেন প্রাইজ মানি!

– পুরো ইভেন্টের সেরা ১৫ জন অংশগ্রহণকারীর ছবিসহ তাদের ফিডব্যাক YDA এর ফেসবুক পেজে প্রোমোট করা হয়েছিলো।

– রেফারেন্সপ্রাপ্ত সর্বোচ্চ রেজিস্ট্রেশনকারীদের ১০ জন পেয়েছিলেন আকর্ষণীয় মোবাইল রিচার্জ!

ডিজিটাল নিরাপত্তার বিস্তারে YDA এর আয়োজন নিঃসন্দেহে ভিন্নমাত্রা যোগ করেছিলো।।

 

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.