events

CV Writing & Interview Hacks Event

প্রফেশনাল সিভি কিভাবে বানবো?

ইন্টারভিউ বোর্ড নিয়ে ভীতি দূর করবো কিভাবে?

চাকরি জীবনের শুরুতে এমনকি চাকরিজীবী মানুষদের মাঝেও এই প্রশ্ন ঘুরপাক খায়। এদিক ওদিক ঘেটে, ইউটিউব/গুগল দেখে সিভি বানাতে বসলেও, দিন শেষে তা নিজের কাছেই বেখাপ্পা মনে হয়। আর ইন্টারভিউ বোর্ডে গিয়ে ঘাবড়ে যাওয়া, উত্তর জানা সত্ত্বেও ভুল জবাব দেওয়া এসব তো সাধারণ বিষয়। কর্পোরেট জগতে প্রতিযোগিতায় সফল হতে চাইলে প্রথমেই বানিয়ে নিতে হবে একটি প্রফেশনাল সিভি। একটু সাজানো-গোছানো-সুবিন্যস্ত সিভিই পারে আপনাকে কর্পোরেট দুনিয়ায় জায়গা করে দিতে।

তবে, শুধুই কি একটা প্রফেশনাল সিভি?‌

আত্মবিশ্বাস, মার্জিত ব্যবহার, সঠিক সময়ে সঠিক উত্তর দেওয়া – এরকম বেশ কয়েকটি দক্ষতা নিয়ে ইন্টারভিউ বোর্ডে যেতে পারলে, চাকরি প্রার্থীদের মাঝে আপনার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যাবে।

 

  • সিভি ও রিজুমি এর পার্থক্য কি?
  • সিভি বানানোর সময় কোন ভুলগুলো থেকে সচেতন থাকা প্রয়োজন?
  •  কিভাবে ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিতে হয়?
  •  ইন্টারভিউ বোর্ডে থাকাকালীন কোন বিষয়গুলোতে সচেতন থাকতে হবে?

এসকল বিষয়সহ সিভি রাইটিং ও ইন্টারভিউ নিয়ে বিস্তারিত আলোচনা করতে, ১৩ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০০ টায় Youth in Digital Awareness – YDA এর আয়োজনে বিশেষ ওয়েবিনারে ছিলেন দেশসেরা সিভি রাইটিং এক্সপার্ট ও কর্পোরেট দুনিয়ায় সুপরিচিত মুখ  Corporate Ask এর প্রতিষ্ঠাতা ও সিইও নিয়াজ আহমেদ। একই সাথে তিনি একজন লেখক ও ক্যারিয়ার কোচ এবং বিশিষ্ট রিজুমি ডেভলপমেন্ট স্পেশালিস্ট।

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.