events

Industry 4.0 with Google

গত ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে গুগলের ২৩ তম জন্মদিন উপলক্ষ্যে Youth in Digital Awareness – YDA কর্তৃক আয়ােজিত Industry 4.0 with Google এর প্রোগ্রামটি অনলাইনের মাধ্যমে সফলভবে অনুষ্ঠিত হয়েছে।
চমৎকার এই অঅনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন গুণীজন যারা ইতিমিধ্যে দেশে-বিদেশে টেকনোলোজি নিয়ে কাজ করে সুনাম অর্জন করেছেন এবং যাদের কথা এবং অভিজ্ঞতা শোনার জন্য সরাসরি ২০০ এরও অধিক এবং ফেসবুক লাইভের মাধ্যমে আট হাজারেরও বেশি অংশগ্রহণকারী আমাদের এই অনু্ষ্ঠানে যুক্ত ছিলেন।
আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এবং জনাব সাব্বির আলম শুভ এর সঞ্চালনায় সন্ধ্যা ৭:৪০ মিনিটে উক্ত অনুষ্ঠানটি শুরু হয় এবং একে একে অতিথিরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের শুরুতেই সকলের অত্যন্ত পছন্দের Zaheed Sabur , যিনি গুগলে বাংলাদেশের প্রথম প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। তিনি তার বক্তব্যে গুগলের সাথে তার সাড়ে চৌদ্দ বছরের পথ চলার অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। এছাড়াও তিনি ডিজিটাল সার্ভিস,ডিজিটাল সিকিউরিটি, গুগল কিভাবে এওয়ার্নেস নিয়ে কাজ করে থাকে সেসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এরপর আলোচনা রাখেন আমাদের বিশেষ অতিথি বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের সহযোগী প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর সলিউশন আর্কিটেক্ট জনাব মোঃ মাহদী উজ জামান স্যার। তিনি গুগলের বিভিন্ন টুলস এবং সার্ভিস নিয়ে আলোচনা করেন একই সাথে তরুণ প্রজন্মের জন্য দিকনির্দেশনা দেন।
তারপরেই গুগলের জন্মদিন নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী করা হয় এবং YDA এর প্রতিষ্ঠাতা স্বাধীন খান মোহাম্মদ নাকিব তার শুভেচ্ছা বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানের বাকি অংশে একে একে বক্তব্য উপস্থাপন করে গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাদমান সাকিব এবং ভিডিওবার্তায় শুভেচ্ছা জানান গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনিক সরকার। বক্তব্যের মাঝে তারা তাদের গুগল এর সাথে যুক্ত হওয়ার অভিজ্ঞতা এবং ভবিষ্যত প্রজন্মের জন্য দিকনির্দেশনা প্রদান করেন যারা গুগলে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখে।
এরপরপরেই Youth in Digital Awareness – YDA এর সম্মানিত এডভাইজর এবং Sohag360 এর ফাউন্ডার সোহাগ মিয়া “সার্চ ইঞ্জিন এওয়ার্নেস” নিয়ে বক্তব্য রাখেন। তারপর, অনুষ্ঠানের মধ্যমণি এবং প্রধান অতিথি Bangladesh Hi-Tech Park Authority এর সাবেক ম্যানেজিং ডিরেক্টর জনাব হোসনে আরা বেগম তার মূল বক্তব্য উপস্থাপন করেন এবং একই সাথে ইয়ুথ ইন ডিজিটাল এওয়ার্নেস এর আয়োজনকে সাধুবাধ জানান। অনুষ্ঠানের একপর্যায়ে তিনি সবসময় YDA এর ভালো কআজগুলোর পাশে থাকার অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে ইভেন্ট কনভিনার মোঃ রাশিদ YDA সম্পর্কে একটি পোর্টফলিও প্রেজেন্টেশন পরিচালনা করেন এবং তারপরেই চতুর্থ শিল্পবিপ্লব এর অগ্রযাত্রার বর্ণনা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন YDA এর সম্মানিত পরিচালক জনাব মেহেদী হাসান। আর এভাবেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.