events

YDA meme contest

Meme আমাদের কার না ভালো লাগে?

নিজের ও পরিচিত সকলের সাথে আনন্দ ভাগ করে নিতে আমরা প্রায়ই Memes শেয়ার করে থাকি। এই Memes যেমন আমাদের হাসায় আবার আমাদের অনেক কিছু শিখিয়েও দেয়! এমনকি Memes এখন মার্কেটিংয়েও বিরাট প্রভাব ফেলছে!

প্রতিটি Meme এর সাথে ভিজিটাল সচেতনতার বার্তা নিয়ে আয়োজন করা হয়েছিলো একটি কন্টেস্ট! যেখানে মানুষকে হাসির ছলে সচেতন করে তুলতে আগ্রহী এমন যে কেও অংশগ্রহণ করেছিলো।

 

Memes বানানোর নিয়মাবলী:

১. শালীন ভাষার ব্যবহার করতে হবে।

২. কোনো ধরনের অশ্লীল গ্রাফিক ব্যবহার করা যাবে না।

৩. রাজনৈতিক বিষয় নিয়ে বানানো যাবে না।

৪. ধর্মে আঘাত হানে এমন বিষয় নিয়ে বানানো যাবে না।

৫. বর্ণ-লিঙ্গ-জাত বৈষম্য করে এমন বিষয়ে বানানো যাবে না।

৬. ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক শত্রুতা/প্রতিশোধ করে এযন কোনোকিছু বানানো যাবে না।

৭. কনসেপ্ট, কন্টেন্ট অনন্য হতে হবে।

৮. ডিজিটাল অ্যাওয়ার্নেস নিয়ে বানাতে হবে, যাতে করে হাসির ছলে সাইবার সচেতনতা বৃদ্ধি পায়। যেখানে, ফুটে উঠবে, অনলাইনের নানান সমস্যা, তার সমাধান, প্রতিক্রিয়া, করণীয়।

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.